প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ১৫ জন কারাগারে-
- Update Time : ০৮:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকলেসুর আলম এবং কালুখালী উপজেলার সাবেক ও বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা অপূর্ব হালদারসহ ১৫ জনকে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে। বর্তমানে গ্রেপ্তারকৃতরা মাদারীপুর জেলা কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন, মাদারীপুর থানার ওসি কামরুল হাসান।
কালুখালী উপজেলার উপ সহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম জানান, দিনাজপুরের বাসিন্দা ও কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকলেসুর আলম গত রবিবার ও গতকাল সোমবার অফিস করেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে তিনি কোথায় কি অবস্থায় রয়েছেন তা তিনি জানেন না।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার তোফায়েল আহম্মেদ জানান, তারা বিষয়টি ইতোমধ্যেই পত্রের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠদের অবহিত করেছেন। তিনি আরো বলেন, মোকলেসুর আলম আইটি সেক্টরে অধিক পারদর্শী।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকলেসুর আলম এবং কালুখালী উপজেলার সাবেক ও বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা অপূর্ব হালদার গুরুতর অপরাধ করেছেন। যে কারণে তাদের বিষয়টি সরকারকে জানানো প্রয়োজন। আর সে কারণেই তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেবার জন্য কালুখালী উপজেলা নির্বাহী অফিসার তোফায়েল আহম্মেদকে নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার মাদারীপুরে ২০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৫ সদস্য গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশ মন্ডল (৩৫), মনতোষ সরকার (৩২), আকরাম হোসেন (২৪), অপূর্ব হালদার (৩৫), বিনয় ভক্ত (২৭), অনাদী বিশ্বাস (২৭), শশাঙ্ক বৈদ্য (৩২), তানভীর আহমেদ (৩১), মৃদুল হালদার (৩০), আশিষ বালা (২৯), মৃত্যুঞ্জয় বালা (২৫), অলোক বালা (২০), সুরঞ্জন পান্ডে (৪২), মুকসুদুল আলম (৩৫) ও সন্তোষ হালদার (৪০)।
ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঠককান্দি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পাশের বাসা থেকে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, ইলেক্ট্রিক ডিভাইস ও প্রশ্নপত্র জব্দ করা হয়। তারা ২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়