৫০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে ব্যবসায়ী অপহরণ, পাংশা থেকে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ –
- Update Time : ১০:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
৫০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে হাবিবুর রহমান মীর (৫৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর পুলিশ তাকে রাজবাড়ীর পাংশা উপজেলার বড় চৌবাড়ীয়া ডাঙ্গিপরা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার ওই ঘটনায় উদ্ধার হওয়ায় ব্যবসায়ীর ভাই বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী ও বরিশাল জেলার কাজির হাটের ভাসান চর গ্রামের আব্দুল হাই মীরের ছেলে আতাউর রহমান মীর জানান, তার ভাই হাবিবুর রহমান মীর রাজধানী ঢাকার সভার এলাকায় একটি চা’র দোকান পরিচালনা করেন। গত শুক্রবার তার ভাই বরিশালের বাড়ীতে যাবার উদ্দেশ্যে রওনা হয়। পথে জনৈক এক নারীর ডাকে সারা দিতে গত শুক্রবার রাত ৮ টার দিকে জেলার পাংশা পৌরসভার আজিজ সরদারের বাস স্ট্রান্ডে নামেন। তবে তার নামার কিছু সময় পর দুইটি মোটর সাইকেলে অজ্ঞাত নামা চার জন দূর্বৃত্ত তাকে তুলে নিয়ে বিভিন্ন স্থানে ঘুড়িয়ে পাংশা উপজেলার বড় চৌবাড়ীয়া ডাঙ্গিপরা এলাকার রমজান শেখের বাড়ীতে নিয়ে হাবিবুরকে আটকে রাখেন। পরবর্তীতে দূর্বৃত্তরা মুক্তিপন বাবদ ৫০ হাজার টাকা দাবী করে। ভয়ে হাবিবুর তাকে ফোন করে এবং বিভিন্ন ফোনে সে টাকাও পাঠায়। সেই সাথে তারা বিষয়টি রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিকে অবহিত করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থাকার এসআই বদিয়ার রহমান বলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও পাংশা থানার পুলিশ সদস্যরা দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে হাবিবুরকে উদ্ধার করে। সেই সাথে পাংশার মৌরাট ইউনিয়নের পাজাখোলা মোড় এলাকার হোসেন আলীর ছেলে খাইরুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে গতকাল বিকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়