আগামী দুই মাসের মধ্যে শত ভাগ কর আদায়ের নির্দেশ, রাজবাড়ীতে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত-
- Update Time : ০৯:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
- / ১৬ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী দুই মাসের মধ্যে সকল ইউনিয়ন ও উপজেলা পরিষদের আওতায় ভূমি উন্নয়ন কর বা রাজস্ব শত ভাগ আদায়ে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কর আদায়ে কোন ধরনরে বিলম্ব করা হলে বা ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের পরামর্শ দেয়া হয়। রাজবাড়ী জেলায় মোট ৯১টি হাট বা বাজার রয়েছে। তার মধ্যে অনুমোদিত ৪৫টি এবং অননুমোদিত রয়েছে ৪৬টি ।এই বাজার গুলোকে পেরিফেরির আওতায় এনে শত ভাগ খাজনা আদায়ে সংশ্লিষ্টদের কাজ করতে বলেন। আদায়কৃত টাকা ঠিকমত পুঙ্খানু পুঙ্খভাবে সরকারী খাতে সম্পূর্ণ অর্থ জমা দিতে বিলম্ব করা যাবেনা বলে জানান ।
জেনারেল সার্টিফিকেট মোকদ্দমায় সবচেয়ে বেশি রয়েছে পাংশা ও কালুখালী উপজেলায়। যে মামলা গুলো রয়েছে তা নিষ্পত্তিতে জোর প্রচেস্টা চালাতে হবে। আর যেসকল কর্মকর্তদের পারফরমেন্স ভালো নয় তাদের এ জেলায় বেশিদিন রাখতে পারবেন না বলে জানান জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মাসিক রাজস্ব সম্মেলন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিসি ও সহকারী কমিশনার শাদিয়া শাহনাজ খানম, সরকারী কৌসুলী মোঃ আনোয়ার হোসেন। সভায় জেলার সকল উপজেলার নিবার্হী কর্মকর্ত ও সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়