রাজবাড়ীতে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
- / ৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, রাজবাড়ীতে বিভিন্ন স্থানে আশ্রয়ন প্রকল্পের যে কাজ চলমান রয়েছে তা এখনও কেন সমাপ্ত হয়নি তা দ্রুত সে কাজশেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।আসছে বৃষ্টি মৌসুম এখনও কাজের কোনই অগ্রগতি নেই, প্রকল্পে মাটির কাজ কিভাবে শেষ করা হবে তা জটিলতার মধ্যে পরে আছে।
কালুখালীর শাওরাইলে যে আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল তা কেন এখনও শুরু করা হয়নি সে বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জবাব দিতে বলা হয়। কিন্তু সে বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। কাজে অবহেলা বা পারফরমেন্স যাদের ভালোনা তাদের নিয়ে কাজ করতে চাননা বলে জানান জেলা প্রশাসক। আর স্যানিটেশন ব্যবস্থার কোন ধরনের অগ্রগতি হয়নি সে ব্যাপারে কর্মকর্তাদের তদারকি করতে বলা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়