বালিয়াকান্দি দূর্নীতি প্রতিরোধ কমিটির দূর্নীতি বিরোধী শপথ গ্রহন –

- Update Time : ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কক্ষে রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃদুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে দূনীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক সনজিৎ কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, সহ-সভাপতি ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দীন মোল্লা, সাধারন সম্পাদক ও বালিয়াকান্দি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম, সদস্য কল্লোল কুমার বসু, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমেন্দ্র নারায়ন রায়, শিক্ষার্থী ইমন,সোনিয়া প্রমুখ। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলেই দূর্নীতি বিরোধী শপথ গ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়