রাজবাড়ীর দৌলতদিয়ায় চার কারণে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি –

- Update Time : ০৬:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়ায় তিনটি কারণে দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকামূখি যানবাহনের চালক ও যাত্রীরা পড়ছেন প্রতিনিয়তই ভোগান্তিতে। কারণ চারটি হলো, দৌলতদিয়া এলাকার রাস্তা ভাঙ্গা চোরা, ফেরি ঘাট সমস্যা, ফেরি সংকট এবং বৈরী আবহাওয়া। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঝড়ো আবহাওয়ার কারণে লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ থাকে।
এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি সংকট দীর্ঘ দিনের। এরুটে প্রতিনিয়তই যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও ফেরির সংখ্যা বাড়ছে না। তাছারা পুরাতন ও লক্কর ঝক্কর ফেরি দিয়ে চলছে পারাপার। সামন্য ¯্রােত বা বৈরী আবহাওয়ায় ঘাটে বসে থাকে ফেরি গুলো। সাথে রয়েছে ফেরি ঘাট সমস্যা এবং বর্তমানে সড়কের অবস্থাও নাজুক। এ চারটি সমস্যার কোন উত্তরণই হচ্ছে না দীর্ঘ দিন যাবৎ। কারণ গুলোর সমাধান হলে ভোগান্তি কমবে যানবাহনের চালক ও যাত্রীদের।
সরজমিনে গিয়ে জানাযায়, রাজবাড়ী দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর ফোরলেনের এক পাশের রাস্তার বিভিন্ন্ স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। যার কারণে যানবাহন চলাচলে ধীর গতিতে সৃষ্টি হয় যানজট। মাঝে মধ্যে রাস্তায় যানবাহন বিকল হওয়াসহ উল্টানোর চিত্রও চোখে পরে।
অপরদিকে, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটের মধ্যে দুটি ঘাট সম্পূর্ণ সচল রয়েছে। বাঁকি ১ নং ও ৫ নং ফেরি ঘাট আংশিক সচল রয়েছে এবং যার মেরামত জনিত কাজ চলছে বলে জানাগেছে।
অন্যদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। তবে দৌলতদিয়া বিআইডব্লিটিসি কর্তৃপক্ষের অভিযোগ বৈরী আবহাওয়ার কারণে ফেরিগুলো চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হচ্ছে যানজটের।
যানবাহনের চালক, যাত্রী ও সড়কে চলাচলকারীরা অভিযোগ করে জানান, দৌলতদিয়া প্রান্তে যানজটের কারণ ভাঙ্গা চোরা রাস্তা, ফেরি সংকট ও ফেরি ঘাট সমস্যা। যার কারণে তাদের ভোগান্তির সিমা নাই। এ তিনটি সমস্যার কোন উত্তরণই হচ্ছে না দীর্ঘ দিন যাবৎ। এ কারণ গুলোর সমাধান হলে দৌলতদিয়া প্রান্তে থাকবে না কোন ভোগান্তি।
তারা জানান, দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর ফোরলেন থেকে দৌলতদিয়া ঘাটর পর্যন্ত সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। যার কারণে যানবাহন চলাচলে হচ্ছে নানান সমস্যা । সামন্য বৃষ্টিতে সড়কে পানি জমে যায়। এসময় গর্তে যানবাহনের চাকা পড়ে ঘটছে দূর্ঘটনা। গর্তে চাকা গতকালও কাঁচা কলাবাহি একটি ট্রাক দৌলতদিয়া বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উপর উল্টে পড়েছে। সড়ক বিভাগ এসব দেখেও যেন না দেখার ভান করে থাকে।
তারা আরো জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি সংকট দীর্ঘ দিনের। প্রতিনিয়তই এ রুটে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়ছে না ফেরির সংখ্যা। তাছারা পুরাতন ও লক্কর ঝক্কর ফেরি দিয়ে চলছে পারাপার। সামন্য ¯্রােত বা বৈরী আবহাওয়ায় ঘাটে বসে থাকে ফেরি গুলো। যার কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়।
অন্যদিকে ফেরি ঘাটের দীর্ঘ মেয়াদী কোন উন্নয়ন হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে স্থায়ী ভাবে ফেরি ঘাট নির্মান করবে কিন্তু কবে। চারটি ফেরি ঘাটের প্রতিটি ঘাটের র্যাম ও পল্টুনের সমস্যা আছে। যার কারণে ফেরি গুলো যথাযথ ভাবে ঘাটে ভিরতে পারে না। এ গুলোর দ্রুত উন্নয়ন দরকার, কারণ সামনে বর্ষা ও ঈদ মৌসুম।
বিআইডব্লউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া পাটুরিয়া রুটে ৪ টি ফেরি ঘাটের ২ টি ঘাট সম্পূর্ণ ও ২ টি আংশিক চালু রয়েছে এবং এরুটে ছোট-বড় ১৫ টি ফেরি চলাচল করছে। বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়া যানবাহন গুলোকে সিরিয়ালে থাকতে হয়।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুল ইসলাম জানান, রাজবাড়ীর দৌলতদিয়ার ফোরলেন সড়কে রিপিয়ার কার্পেটিং সিলকোডের কাজ আগামী শনিবার থেকে শুরু হবে। এ সংস্কার শেষ হলে যানবাহন চলাচলে আর কোন সমস্যা হবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়