পুলিশ সুপারের দিক নির্দেশনায় রাজবাড়ীতে হাইড্রোলিক হর্ন অপসারণ চলছে অভিযান-
- Update Time : ০৯:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮
- / ১১ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
ইলেকট্রিক হর্ন শ্রবণ শক্তি সহনীয় কিন্তু হাইড্রোলিক হর্ন সহনীয় নয়। বয়স্ক এবং শিশুদের জন্য মারাত্বক স্বাস্থ্য ঝুঁকি থাকায় ইতিপূর্বে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করেছে হাইকোর্ট। এর প্রেক্ষিতে রাজবাড়ী জেলা শহরের মধ্যে হাইড্রোলিক হর্ন না বাজানোর নির্দেশনা প্রদান করা হলেও তা মানছেনা ট্রাক চালকরা। যে কারণে আজ শুক্রবার সকালে জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় টিআই নাজমুল হুদার নেতৃত্বে সার্জেন্ট পারভেজ, টিএসআই আনোয়ার এবং এটিএসআই ফিরোজ জেলা শহরের বিভিন্ন পয়েন্টে আগত ট্রাক থেকে শতাধিক হাইড্রোলিক হর্ন অপসারণ করেন।
ট্রাফিক ইন্সেপেক্টর নাজমূল হুদা বলেন, হাইড্রোলিক হর্ন অপসারন অভিযান অব্যাহত থাকবে। তিনি ট্রাক মালিকদের উদ্দেশ্যে বলেন, ট্রাক গুলোতে আর যেন হাইড্রোলিক হর্ন ব্যবহার না করা হয়। তাদের এই আহবানে সাড়া না দিলে পরবর্তীতে ট্রাক মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়