বালিয়াকান্দি থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার –
- Update Time : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮
- / ১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব সদস্যরা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের তিন জন সদস্যকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। সে সময় এই ইউনিয়নের নারুয়া গ্রামের -মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ ইমামুল ইসলাম (২০) ও মরাবিলা গ্রামের পান্নু ফকিরের ছেলে মোঃ শাহিদুল ইসলাম (১৯) এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের আহাম্মদ মোল্লার ছেলে মোঃ হাসিবুল ইসলাম (২১) কে গ্রেপ্তার করে। সেই সাথে প্রতারনার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল সেট ও নয়টি সিম কার্ড জব্দ করে।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, অভিযুক্ত মোঃ ইমামুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম ও মোঃ শাহিদুল ইসলাম বালিয়াকান্দির নারুয়া মনসুর আলী কলেজের এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তারা প্রতারনার উদ্দেশ্যে ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একাধিক ওয়েব পেইজ চালু করে। ইতোমধ্যে বিভিন্ন এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলক ভাবে নিজেদের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। গ্রেপ্তারের পর আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা ওই প্রতারনার সাথে জড়িত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়