পুলিশ পরিদর্শক ওবাইদুর রহমানের বিদায়ী ক্রেস্ট প্রদান করলেন রাজবাড়ীর এসপি-
- Update Time : ০৯:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ওবাইদুর রহমানের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের অফিস রুমে ওই সংবর্ধনা প্রদান করা হয়। সে সময় বিদায়ী ক্রেস্ট তুলে দেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম।
ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, পুলিশ পরিদর্শক ওবাইদুর রহমান ২০১৬ সালের ৭ আগষ্ট রাজবাড়ীতে যোগদান করেন। তিনি সাড়ে ৩মাস রাজবাড়ী থানার ওসি (তদন্ত), ১০ মাস জেলা গোয়েন্দা শাখার ওসি, এর পর জেলার পাংশার বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও সর্বশেষ তিনি জেলার কালুখালী উপজেলার মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনা জেলায় বদলী হয়েছে। আজই সেখানে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়