বালিয়াকান্দি উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে কুপিয়ে জখম করলো দূর্বৃত্তরা-
- Update Time : ০৯:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে চিহিৃত দূর্বৃত্তর। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । সে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামে সবদার হোসেনের ছেলে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন জানান, গত ১৪ ফেব্রয়ারী রাতে বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামে ধর্মীয় সভা চলছিল। সভা স্থলের অদূরে একই গ্রামের কতিপয় যুবক ভীমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করছিল। থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই যুবকদের ধাওয়া করে। যুবকদের ধারনা বিষয়টি ফারুক হোসেনের ইঙ্গিতে করা হয়েছে। এরই রেশ ধরে শনিবার রাত ৯ টার দিকে সে মোটর সাইকেল যোগে বালিয়াকান্দি বাজার হতে বাড়ী প্রবেশের পথে পেছন দিক থেকে আসা একই গ্রামের মনসূর, মঈন , শাহীন ,ইমরান সহ ৬/৭ জন যুবক তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে দ্রুত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। তার মাথায়, পিঠে ৩টি কোপ দেয়।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,এস,এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেনকে দূবৃত্তরা ঘারে ও পিঠে ৩টি কোপ মেরেছে। তাকে সর্বোচ্চ সেবা দেওয়া হয়েছে। সে বর্তমানে সুস্থ্য রয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই অংকুর কুমার ভট্টাচার্য্য জানান, সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেনের চাচাতো ভাই ইলিয়াছ হোসেন বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে মামলা দিয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়