বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)’র যোগদান –
- Update Time : ০৯:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮
- / ১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন মোঃ আবুল কালাম ভূঁঞা। তিনি সাব ইন্সপেক্টর হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
তার স্ত্রী বিএসসি ইঞ্জিনিয়ার। এক ছেলের জনক মোঃ আবুল কালাম ভূঁঞা কিশোরগঞ্জ সদর, কোটিয়াদি, তারাইল, অষ্টগ্রাম ও ঢাকা এসবিতে দায়িত্ব পালন করেন। এসবি ঢাকাতে কমর্রত থাকাকালীন ২০১৬ সালের ৩রা নভেম্বর পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে হিসেবে পদোন্নতি পান তিনি।
বালিয়াকান্দিতে যোগদানের পূর্বে তিনি খানখানাপুর পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০১৬ সালের ২৪ নভেম্বর বালিয়াকান্দি থানায় যোগদান করেন এবং ৭ মাস নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেন। তার প্রথম কর্মস্থল কিশোরগঞ্জ জেলা। গত ০৯ এপ্রিল তিনি বালিয়াকান্দি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দ্বিতীয় বারের মত যোগদান করেন।
তিনি ইতিপুর্বে দায়িত্ব পালনকালে মাদক, জুয়া, হত্যা মামলার আসামীসহ অনেক দাগী আসামী গ্রেফতারে বিশেষ ভুমিকা পালন করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়