রাজবাড়ীতে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার-

- Update Time : ১০:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা রাজবাড়ীর সদর উপজেলার মুরগীর ফার্ম কাজী ফিলিং স্টেশনের সামনে থেকে এক কেজি গাঁজাসহ তানিয়া আক্তার ও কালুখালী উপজেলার মোহনপুর থেকে ১১ বোতল ফেনসিডিলসহ মো: টিটু মোল্লা নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
জানাগেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক রাজিব মিনা এর নেতৃত্বে গত সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার ছোট নূরপুর এলাকার মৃত. হোসেন ফকিরের মেয়ে তানিয়া আক্তার (১৯) কে এক কেজি গাঁজা সহ তাকে আটক করে। এ ব্যাপারে রাতেই রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলার কালুখালী উপজেলার মোহনপুর এলাকার আঃ আজিজ মোল্লার ছেলে মোঃ টিটু মোল্লা (২২) কে ১১ বোতল ফেনসিডিলসহ নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়