রাজবাড়ীতে দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের সভা অনুষ্ঠিত-

- Update Time : ০৯:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
২০১৭ সালে দলিত কন্ঠ’র সেরা প্রতিবেদক সোহেল রানা ও রঘুনাথ খাঁ রাজবাড়ীতে দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শারি’র আয়োজনে রাজবাড়ী জেলা শহরের ভিপিকেএ ফাউন্ডেশনে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ওই সভার কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের শুভ সুচনা করেন, শারি’র পরিচালক প্রিয় বালা বিশ্বাস। শারির উপ- সমন্বয়কারী ও সাংবাদিক রঞ্জন বকসী নুপুর সঞ্চালনায় ২০১৭ সালে দলিত কন্ঠ’র সেরা প্রতিবেদন প্রদায়ক হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। মিডিয়া ডিফেন্ডার ফোরামের সহ- সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার এ্যাডঃ উজির আলী শেখ, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক এ্যাডঃ খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ উমা সেন। স্বাগত বক্তৃতা করেন, শারির পরিচালক প্রিয় বালা বিশ্বাস।
অন্যান্যর মধ্য বক্তৃতা করেন, সমিন্বত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকারম হোসেন, রাজবাড়ী জেলা দলিত পঞ্চায়েত ফোরামের সহ- সভাপতি স্বপন দাস, মিডিয়া ডিফেন্ডার ফোরামের সাধারন সম্পাদক আজাদুল হক প্রমুখ। পরে সেরা প্রতিবেদন প্রদায়ক হিসেবে দৈনিক রাজবাড়ী কন্ঠ ও দি নিউ নেশন প্রতিনিধি সোহেল রানা ও সাতক্ষিরার রঘুনাথ খাকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এতে মিডিয়া ডিফেন্ডার ফোরামের রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা, বরিশালের কল্যান চন্দ্র, পটুয়াখালীর মশিউর রহমান টিপু, ভোলার অচিন্ত মজুমদার, মৌলভীবাজারের বিকুল চক্রবর্তী, চাদপুরের শওকত আলী, সিরাজগঞ্জের স্বপন মির্জা, সাতক্ষিরার রঘুনাথ খা, ঠাকুরগাওয়ের ফারজানা আক্তার, ঝালকাঠির হেমায়েত উদ্দিন হিমু, বাগেরহাটের আজাদুল হক, সুনামগঞ্জের বিন্দু তালুকদার, খুলনার মিঠুন দাস, দিনাজপুরের আজহারুল আজাদ জুয়েল, পাবনার গোপাল নন্দী, ঝিনাইদহের খলিলুর রহমান, রাজশাহীর সুবর্না দাস, নারায়নগঞ্জের মামুন অর রশিদ, পিরোজপুরের ইমন চৌধুরীসহ ৩০টি জেলার মিডিয়া ডিফেন্ডাররা অংশ গ্রহণ করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়