মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখালো রাজবাড়ীর শিক্ষার্থীরা –
- Update Time : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / ৩৭ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধ এবং সত্যবাদিতা, নৈতিক শিক্ষা, গুরুজনদের সন্মান, মানবতা ও দেশ প্রেমে সবাইকে সচেতন করার লক্ষে রাজবাড়ীতে লাল কার্ড ও সবুজ কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে এ লাল কার্ড ও সবুজ কার্ড প্রদর্শন করা হয়। এ কার্ড দেখানোর মাধ্যমে সংগঠনটির ১৭তম জেলা রাজবাড়ী।
জানাগেছে, জঙ্গিবাদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল তার টিফিনের টাকা বাঁচিয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধ এবং সত্যবাদিতা, নৈতিক শিক্ষা, গুরুজনদের সন্মান, মানবতা ও দেশ প্রেমে সবাইকে সচেতন করার লক্ষ্যে ৬৪ টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে লাল ও সবুজ কার্ড প্রদর্শন এবং শপথ বাক্য পাঠের উদ্দ্যোগ নেন। এর অংশ হিসেবে ৭ই মার্চ পঞ্চগড় থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা তার নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেন। যার অংশ হিসেবে আজ ১৭তম জেলা হিসেবে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে এ কার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। এভাবেই তিনি দেশের প্রতিটি জেলায় এ কার্যক্রম চালিয়ে সবাই সচেতন করার কাজ করে যাচ্ছেন।
কার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুশাররফ হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও রাজবাড়ী বার্তা ডট কম-এর সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধ এবং সত্যবাদিতা, নৈতিক শিক্ষা, গুরুজনদের সন্মান, মানবতা ও দেশ প্রেমের বিষয়ে শপথ বাক্য পাঠ করান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়