ঘটনাস্থল রাজবাড়ীর গৌড়িপুর-প্রেমিকের মারধর ও প্রতারণায় প্রাণ দিলো রোজিনা –
- Update Time : ০৭:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রোজিনা খাতুন (১৪)। বাড়ী রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর গ্রামে। ঘরে তার সৎ মা। বাবা মজিবর শরীফ অন্যের বাড়ীতে কাজ করে। সাংসারিক টানাটানি আর সৎ মায়ের বকুনীতে দুই বছর আগে পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় স্কুলে যাওয়া বাদ দেয় রোজিনা। এরই মাঝে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের জনৈক হাসানের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের অংশ হিসেবে হাসান তাকে নিয়ে বেড়াতে যায়। এক দিন পর বাড়ী ফিরেই রোজিনা সোজা যায় নিজ ঘরে। এর পরই ওই ঘরের মধ্যে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
রোজিনার বড় বোন মর্জিনা বেগম জানান, হাসানের সাথে তার বোনের বেশ কিছু দিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। তবে হাসানের মা হাসিনা বেগম কোন ভাবেই তার মেয়েকে মেনে নিচ্ছিল না। যার অংশ এক মাস আগে হাসানের মা রোজিনাকে মারপিট করে এবং বলে হাসানের সাথে আর কোন সম্পর্ক না রাখতে। তবে হাসান সে স্বর্ত মানেনি। সে মাঝে মাঝেই মোবাইলে ফোন করে রোজিনার সাথে কথা বলতো। গত শুক্রবার বিকালে রোজিনাকে নিয়ে ঘুড়তে যায় হাসান। সারা রাত আটকে রাখে সে। পর দিন সকাল সাড়ে ১০টার দিকে রোজিনা বাড়ী ফেরে। দুপুরের দিতে তার ঘরের দরোজা বন্ধ দেখা যায়। পরিবারের লোকজন উকি দিয়ে দেখেন ঘরের আড়ার সাথে ঝুলঝে রোজিনার লাশ। ওই ঘর থেকে রোজিনার লোখা একটি খাতা উদ্ধার করা হয়। সে খাতায় লেখে “প্রেমের নামে প্রতারনা করেছে হাসান, আমার মৃত্যুর জন্য হাসানই দায়ি”।
তিনি আরো বলেন, রোজিনার শরীরের ৫টি স্থানে কাটার চিহ্ন রয়েছে। ডান চোখের নিচে কাল দাগ আছে। তাদের ধারনা রাতভর হাসান ও তার সহযোগিরা রোজিনাকে আটকে রেখে মারপিট ও নির্যাতন করেছে। সেই সাথে ধর্ষণ করার সম্ভবনাও রয়েছে। ইতোপূর্বেও এই হাসানের কারণে তার নিজ গ্রামে রুমা নামে আরেকটি মেয়ে আতœহত্যা করে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনজের আলী জানান, রোজিনার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তারা প্রেমিক হাসানকে গ্রেপ্তার করারও চেষ্টা চালাচ্ছেন। গত শনিবার রাতে লাশটি উদ্ধার করে রাজবাড়ী থানায় নিয়ে আসা হয়। গতকাল রবিবার দুপুরে ময়না তদন্তের পর লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়