রাজবাড়ী শহরে যত্রতত্র অটো রিকশা পার্কিং ও ফুটপাতের দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার উদ্যোগ-
- Update Time : ১০:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
- / ১৬ Time View
রুবেলুর, ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ রহিম বকস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওয়াদুদ প্রমূখ। এছাড়া প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী অন্যান্য জেলার তুলনায় রাজবাড়ীর সার্বিক পরিস্থিতি ভাল উল্লেখ করে বলেন, জেলায় মার্চ মাসে খুন, মাদক, অস্ত্র আইন, অন্যান্যে মামলার পরিমান বৃদ্ধি পেয়েছে এবং কমেছে নারী ও শিশু নির্যাতন মামলা। মার্চ মাসে মোট ১৫০টি মামলা হয়েছে, ফেব্রুয়ারীতে যার সংখ্যা ছিল ৯৯টি। তাছাড়া বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মাদকের বিষয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। যার সম্পূর্ণ সার্পোট দেবে জেলা প্রশাসন। এছাড়া যারা নারী ও শিশু নির্যাতনকারী তারা যেন কোন রকম ছাড় না পাই, এ জন্য পুলিশকে সচেতন থাকতে বলেন। জেলা শহরের বড়পুল এলকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়া হবে। এছাড়া শহরের রেলগেট এলাকায় যত্রতত্র অটোরিকসা পার্কিং, ফুটপাতের দোকান ও অস্থায়ী ভ্রাম্যমান দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। তাছাড়া শহরের মধ্যে দিয়ে চলাচলরত বালুবাহি ট্রাক চলাচলের বিষয়ে ট্রাক মালিক সমিতির সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে ট্রাক চলাচলের বিষয়ে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়