রাজবাড়ীতে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত-
- Update Time : ১০:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
- / ১১ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
গত শনিবার রাতে রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিল সেডে জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, ফরিদপুরের জেলা প্রশাসক ও রাজবাড়ীর কৃতি সন্তান উম্মে সালমা তানজিয়া। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন, সম্মানিত বিশেষ অতিথি সৈয়দ সেলিম সাজ্জাদ, এনএসআই-এর উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিমসহ অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার বলেছেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় চ্যালেন্স সন্ত্রাস এবং জঙ্গিবাদ। যারা এই জঙ্গিবাদকে কোন ভাবেই পরাস্থ করতে পারছেনা, এই জঙ্গিবাদের বিরুদ্ধে তারা যুগের পর যুগ লড়াই করে যাচ্ছে। অথচ বাংলাদেশ পুলিশ অত্যান্ত সফল তার সাথে, খুব অল্প সময়ে এই দানবকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ যে পারে এখন সারা বিশ^বাসী তা শিকার করে। জঙ্গী দমনে এখন বাংলাদেশ পুলিশ সারা বিশে^র কাছে রোল মডেল। সুতরাং আমাদের সামনে যে চ্যালেন্স আসবে, জনগনকে সাথে নিয়ে বাংলাদেশ পুলিশ সে চ্যালেন্স মোকাবেলা করতে সক্ষম হবে।
তিনি বলেন, রাজবাড়ী এক সময় বাংলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ছিলো। এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার। এই জেলা ভৌগলিক অবস্থানগত কারণে পুলিশকে সব সময় ব্যস্ত থাকতে হয়। এ জেলার মানুষের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নিরাপত্তা দেয়া, মাদক উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমনসহ ভিভিআইপি নিরাপত্তার সকল ক্ষেত্রেই এ জেলার পুলিশকে সার্বক্ষণিক ব্যস্ত সময় অতিবাহিত করতে হয়। পুলিশ ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করে। এ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জঙ্গি দমন, সন্ত্রাস দমনসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আগামী দিনে জোরালো ভুমিকা পালন করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়