ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতিকে ভোট দিতে হবে – রাজবাড়ীতে কাজী ইরাদত আলী –
- Update Time : ১০:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
- / ১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর প্রয়াত যুবনেতা প্রসিত চৌধুরী বিশুর ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে রাজবাড়ী পৌর যুবলীগের আয়োজনে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রয়াত যুবনেতা স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
প্রধান অতিথি বলেন, আমরাও একদিন পৃথিবী থেকে চলে যাব। তবে আমরা যা রেখে যাব তাই থাকবে। বিশুর অকাল মৃত্যুতে আমরা হারিয়েছি একজন সংগ্রামী যুবনেতাকে। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতিকে ভোট দিতে হবে।
পৌর যুবলীগের সাধারন সম্পাদ রাশেদ আহম্মেদ হিরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ উমা সেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক শাহ মুহাম্মদ জাহাঙ্গীর জলিল, যগ্ম-সম্পাদক আবুল হোসেন শিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান শরীফ, সাধারন সম্পাদক মোঃ শওকত হাসান প্রমূখ। এর আগে দুপুরে যুবনেতার স্বরণে হরিসভা মন্দিরে তার পরিবারের পক্ষ থেকে মধ্যন্য ভোজের আয়োজন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়