খুব শিঘ্রই বাস চলাচল করবে পাংশার সেনগ্রাম-দৌলতদিয়া ঘাট বাঁধের সড়কে –
- Update Time : ১০:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা আজ শনিবার দুপুরে শহরের বড়পুলস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় আয়-ব্যয় হিসাব প্রদান করেন, জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা। সভায় মালিক গ্রুপের সদস্যদের পক্ষ থেকে বেশ কয়েক জন কর্মকর্তা বক্তৃতা করেন। সভায় অন্যান্য সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ওই সভায় জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলী বলেন, খুব শিঘ্রই বাস চলাচল করবে সেনগ্রাম-দৌলতদিয়া ঘাট বাঁধের সড়কে। তাছাড়া জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপ কার্যালয় ভবনের নিজ তলায় দুরপাল্লার পরিবহণের ১০টি কাউন্টার স্থাপন করার কথা জানিয়ে তিনি বলেন, যাত্রীর দূর্ভোগ এখন অনেকাংশেই কমবে। এ কাউন্টারে আশার পর যাত্রীরা বিশ্রম নিতে পারবেন এবং নির্ধারিত সময়ে স্ব সব পরিবহনে গন্তব্যে যেতে পারবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়