বালিয়াকান্দিতে দু’দারোগার উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা-
- Update Time : ০৯:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে দুই দারোগাকে মারপিট করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৭জনের নাম উল্লেখসহ ২শত থেকে আড়াইশত অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের হয়েছে। পুলিশ বৃহস্পতিবার বিকালে মামলার এজাহার নামীয় আসামী বিলধামু গ্রামের আহম্মদ আলী মন্ডলের ছেলে চুন্নু মন্ডলকে গ্রেপ্তার করেছে।
মামলাসুত্রে জানাগেছে, গত সোমবার বিকালে উপজেলার নারুয়া বাজারের মাছ বাজার মন্ডল সুপার মার্কেটের হাফিজের দোকানের সামনে থেকে বালিয়াকান্দি থানার এস,আই মেজবাহ উদ্দিন আহম্মেদ শেখ ও এ,এস,আই সাইফুল মিলে নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আবুল লস্করের ছেলে মোহন লস্কর ওরফে গাঁজা মোহন (৩৫) কে আটক করে। এসময় মোহন লস্কর চিৎকার করে তাকে ইয়াবা পকেটে দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। এসময় তার সহযোগী ও উত্তেজিত জনতা কিছু বুঝে উঠার আগেই এস,আই মেজবাহ উদ্দিন আহম্মেদ শেখ ও এ,এস,আই সাইফুল ইসলামের উপর হামলা চালায়। এ সুযোগে মোহন লস্করকে ছিনিয়ে নিয়ে যায়। উত্তেজিত জনতা কিছু বুঝে উঠার আগেই পুলিশকে তাদেরকে ধাওয়া করে। পরে বাবুলের সারের দোকানে দুই দারোগা আশ্রয় নেয়। পরে খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়ারুল ইসলামসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই দারোগাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। এব্যাপারে এস,আই মেজবা উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার মোহন লস্কর, জাহাঙ্গীর হোসেন ওরফে জিন্নাহ শিকদার, সান মন্ডল, সাইফুল ইসলাম ফুল, শামসু ফকির, জিয়া খান, মুন্নু খান, চুন্নু মন্ডল, লিটন মন্ডল, ইউনুছ আলী মন্ডল, মুরাদ মন্ডল, সাগর খান, মোশারফ হোসেন মুশা, বাচ্চু মন্ডল, খোকন শেখ, আব্দুর রশিদ লস্কর, আব্দুর রাজ্জাকসহ অজ্ঞাতনামা ২শত থেকে আড়াই শত জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার চুন্নু মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়