রাজবাড়ীর কোলারহাটে দুই পক্ষে মারামারি, আহত ৮ –

- Update Time : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট এলাকায় দুই পক্ষের মারামারিতে ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই এলাকার বাশার খন্দকারের স্ত্রী শিউলী গাজী বলেন, প্রায় ৮ মাস আগে তার বাবা দুলাল হোসেন গাজী মারা যান। সে সময় তার বাবার কোলারহাট বাজারে ১৬টি রুম বিশিষ্ঠ একটি মার্কেট ছিলো এবং ওই মার্কেটের দুইটি রুমে তার বাবা নানা ধরণের পন্য বিক্রির একটি দোকান পরিচালনা করতো। তার বাবা মৃত্যুর আগে থেকে ওই দোকানটি তার বোন রিনা গাজী পরিচালনা করতো। তবে তার বাবার মৃত্যুর পর ওই দোকানের দখল নিয়ে তারা শরিকদের বাঁধার সম্মুখিন হন। সে সময় তারা শরিকদের বিরুদ্ধে একটি মামলা করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমাধানের অংশ হিসেবে গত বুধবার ওই মামলাটি তারা তুলে নেন এবং দোকানে থাকা মালামাল আজ বৃহস্পতিবার সকালে আনতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদেও উপর হামলা চালায়। এতে তাদের পক্ষের তিনিসহ নাজমুল হাসান তপু, রিনা গাজী, আজিজুল হক মোল্লা, রিয়ন মোল্লা, রিমন মোল্লা এবং প্রতিপক্ষের বাবুল গাজী ও খোকন মোল্লা আহত হয়। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু ঘটনার সত্যতা শিকার করেছেন।
রাজবাড়ী থানার ওসি তারিক কামাল বলেন, আহতদের থানায় অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়