বালিয়াকান্দিতে এইচএসসি’র প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখানো চক্রের দুই সদস্য গ্রেফতার –

- Update Time : ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- / ৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এ সময় র্যাব প্রতারক চক্রের কাছ থেকে দুইটি কম্পিউটার ও ৪ টি মোবাইল জব্দ করেছে।
গ্রেফতারকৃত মোঃ হাবিবুর রহমান (২০) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের মোঃ লিয়াকত আলী শেখ এর ছেলে ও একই এলাকার চৌধুরী মোফাজ্জেল হোসেন এর ছেলে বিদ্যুৎ চৌধুরী (২৫)।
বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাব-৮ বালিয়কান্দি থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের থেকে অর্থ আদায়কারী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার ও মোবাইল জব্দ করেছেন এবং গ্রেফতারকৃতদের বালিয়াকান্দি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২ নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এ তথ্যর জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়