রাজবাড়ীতে অতিরিক্ত উত্তরপত্রসহ এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার –

- Update Time : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- / ২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অতিরিক্ত উত্তরপত্র এবং মোবাইল ফোনে তুলে আনা উত্তরপত্রসহ ফরিদ নামে একজন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী থানায় নিয়মিত রুজু করাও হয়েছে।
রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, রাজবাড়ী সরকারী কলেজের ওই ছাত্রে পরীক্ষা কেন্দ্র ছিলো জেলা শহরের রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে। ওই ছাত্র এ কেন্দ্রে গত সোমবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ গ্রহণ করে। সে পরীক্ষা চলাকালে ওই ছাত্র সুকৌশলে অতিরিক্ত উত্তরপত্র সংগ্রহ করে। সেই উত্তরপত্র বাড়ীতে নিয়ে যায় এবং নিজের মন মত ওই উত্তরপত্রে ৩টি উত্তর লিখে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিতে সে কেন্দ্রে আসে। ওই কেন্দ্রে প্রবেশের সময় তার কাছ থেকে ওই উত্তরপত্র এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন বইয়ের উত্তরের ছবি উদ্ধার করা হয়। সেই সাথে বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র যাচাই-বাছাই করে ওই ছাত্রকে বহিস্কার করা হয় এবং ওই পরীক্ষার্থীকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। যে কারণে ওই ছাত্রের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়