রাজবাড়ী পৌর স্বেচ্ছা সেবকলীগের পক্ষ থেকে কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা –

- Update Time : ০৯:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌর স্বেচ্ছা সেবক লীগের ৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নব ঘোষিত কমিটির সদস্যরা আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
এর আগে ওই কমিটির সদস্যরা প্রধান সড়কে আনন্দ মিছিল করে। মিছিল শেষে তারা জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সমবেত হয় এবং তারা রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি নব গঠিত কমিটির সকলকে আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও এক সাথে কাজ করতে আহবান জানান।
উল্লেখ্য, গত সোমবার জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মেয়াদ উত্তীর্ণ ও সাংগঠনিক অবস্থা ঝিমিয়ে পড়ার কারণে রাজবাড়ী পৌর স্বেচ্ছা সেবক লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সেই সাথে নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ ইফতি হক সৌরভ, সাধারন সম্পাদক হিসেবে মোঃ ইমরান সরদার, সহ-সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক হিসেবে মোঃ ফয়সাল মিয়া ছোটন, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ ফয়সাল রোমেল, সাংগঠনিক সম্পাদক-২, আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সোহেল এর নাম রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়