রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ১,৩০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –

- Update Time : ০৬:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যদের অভিযানে এক হাজার ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সেই সাথে মাদক ব্যবসায়ী ও রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রামের মৃতঃ রেকাত আলী মন্ডল ওরফে কালু চোরার ছেলে জাহাঙ্গীর মন্ডল (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর মাতব্বর বাদী হয়ে গত সোমবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানাগেছে, জেলা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর মাতব্বরের নেতৃত্বে গত রবিবার রাতে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন জাহাঙ্গীর মন্ডলের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর মন্ডল দৌড়ে পালানোর চেষ্টা চালায়। তবে তাকে ওই অবস্থাতেই গ্রেপ্তার করা সম্ভব হয় এবং তার কাছ থেকে এক হাজার ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়