এক শিক্ষককে চলছে বালিয়াকান্দির বাসাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ! –
- Update Time : ০৫:২৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- / ১১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বাসাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে খুড়িয়ে খুড়িয়ে। বিষয়টি দেখার কেউ নেই। ১৭৮ জন শিক্ষার্থীকে সামলাতে হচ্ছে একজন শিক্ষককে।
জানাগেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের বাসাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ( জাতীকরণকৃত) শিশু শ্রেণীতে ১৮জন, ১ম শ্রেণিতে ২৪ জন, ২য় শ্রেণিতে ৩০ জন, ৩য় শ্রেণিতে ৪০ জন, ৪র্থ শ্রেণিতে ৩৬ জন, ৫ম শ্রেণিতে ২৯ জন শিক্ষার্থী রয়েছে। কর্মরত শিক্ষক ৪ জন শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার গত ১৪ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন। সহকারী শিক্ষক ফরিদা সুলতানা, নীলিমা রাণী ও মৌসুমী খাতুন রয়েছেন। এদের মধ্যে নীলিমা রাণী ২৮ নভেম্বর থেকে মাতৃত্ব ছুটিতে আছেন, মৌসুমী খাতুন অন্যত্র বদলী হয়েছেন। বেরুলী থেকে পূর্ণিমা বদলী হলেও তিনি এখনও যোগদান করেননি।
সোমবার এ বিষয়য়ে সহকারী শিক্ষক ফরিদা সুলতানার সাথে কথা বললে তিনি জানান, আজ একাই পুরো বিদ্যালয় পরিচালনা করেছেন। কিছুদিন ধরে একাই স্কুল সামলাতে হচ্ছে। ১৭৮জন শিক্ষার্থীকে একা সামলানো কষ্টকর হয়ে পড়েছে।
এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, সড়ক দুঘর্টনায় আহত হয়ে একজন শিক্ষক হাসপাতালে রয়েছে। তবে একজন শিক্ষক স্কুল পরিচালনা করছেন বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়