ঢাকার বিভাগীয় কমিশনার বজলুল করিম চৌধুরীকে রাজবাড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান-
- Update Time : ০৫:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রাজবাড়ীর কৃতি সন্তান এম.বজলুল করিম চৌধুরীকে প্রেসক্লাবের ‘সম্মানিত আজীবন সদস্য’ পদ প্রদান করা হয়েছে। আজ ২রা এপ্রিল বিকেলে প্রেসক্লাবের সভায় সর্বসম্মতভাবে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।
গত সোমবার বিকেল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরীকে প্রেসক্লাবের ‘সম্মানিত আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব উত্থাপন করেন।
এ প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক এম.দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, সহ-সভাপতি এম.মনিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হয়।
উল্লেখ্য, রাজবাড়ীর কৃতি সন্তান শহরের ধুঞ্চি গ্রামের মরহুম রেজাউল করিম চৌধুরীর পুত্র বিসিএস(প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত সচিব এম.বজলুল করিম চৌধুরী ২০১৭ সালের গত ২৪শে আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পান।
ইতিপূর্বে রাজবাড়ী প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ২০১৪ সালের গত ২৪শে মার্চ তারিখে রাজবাড়ী প্রেসক্লাবের সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, ওই সময়ের রাজবাড়ীর জেলা প্রশাসক(বর্তমানে গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব) মোঃ হাসানুজ্জামান কল্লোল, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজী ইরাদত আলী, ফ্রান্স প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী মোঃ আশরাফুল ইসলাম এবং পাংশার বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান দিবালোক কুন্ডু জীবনকে সম্মানিত আজীবন সদস্য পদ প্রদান করা হয়।
এরপর ২০১৫ সালের ২রা মে তারিখে প্রেসক্লাবের সভায় বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল(৫৫পদাতিক ডিভিশনের সাবেক জিওসি) মেজর জেনারেল এস.এম মতিউর রহমান, ওই সময়ের রাজবাড়ীর জেলা প্রশাসক(বর্তমানে অর্থ বিভাগের যুগ্ম-সচিব) মোঃ রফিকুল ইসলাম খান এবং রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার(বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত জিআইজি) মোঃ রেজাউল হক,পিপিএম-সেবা’কে সম্মানিত আজীবন সদস্য পদ প্রদান করা হয়।
সর্বশেষ আজ ২রা এপ্রিল-২০১৮ তারিখে রাজবাড়ী প্রেসক্লাবের সভায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রাজবাড়ীর কৃতি সন্তান এম.বজলুল করিম চৌধুরীকে সম্মানিত আজীবন সদস্য পদ প্রদানের মাধ্যমে প্রেসক্লাবের সম্মানিত আজীবন সদস্য সংখ্যা দাঁড়ালো ১০জনে। সম্মানিত আজীবন সদস্য পদ প্রাপ্তির প্রতিক্রিয়ায় ঢাকার বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরী বলেন, রাজবাড়ী প্রেসক্লাব কর্তৃপক্ষ আমাকে আজীবন সদস্য পদ প্রদানের মাধ্যমে সম্মানিত করায় প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়