রাজবাড়ীতে দুইদিন ব্যাপী ‘কেকেএস আন্তঃস্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে দুইদিন ব্যাপী ‘কেকেএস আন্তঃস্কুল বিতর্ক উৎসব-২০১৮’ এর প্রধম দিন অনুষ্ঠিত হয়।
কেকেএস এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল সোমবার সকাল ১০টারাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) এর সভাপতি মেজবা-উল করিম রিন্টুর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথমদিনে “দুইদিন ব্যাপী ‘কেকেএস আন্তঃস্কুল বিতর্ক উৎসব-২০১৮’অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্তিথ ছিলেন ফারুক উদ্দিন,সহ- সভাপতি,রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) সহ আরডিএ এর বিভিন্ন কর্মকর্ত বৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফয়েজুল হক কল্লোল, কর্মসূচি সংগঠক ,কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির। বিতর্ক উৎসবটি এই প্রথম ট্যাব পদ্ধতিতে পরিচালিত হয়। বিতর্ক উৎসবটি ৭টি স্কুলের ১৬ টি দলের অংশ গ্রহনেঅনুষ্ঠিতহয়।
স্কুলগুলো হলো- অংকুর স্কুল এন্ড কলেজ ,রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ,খানখানা পুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ,রাজধরপুর উচ্চ বিদ্যালয় এবং বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ।প্রতিটি দল চারটি বিষয়ের উপর চারটি করে বিতর্ক করে ।বিষয়গুলো হলো বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাচ্ছে সুশাসনের অভাব স্বাস্থ্যখাতের দূরাবস্থার মূল কারন আকাশ সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতিকে বিপন্ন করে তুলছে তথ্য প্রযুক্তি বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক সম্ভাবনা । ১৬ টি দলের মধ্য থেকে চারটি দল সেমিফাইনাল অংশগ্রহন করবে। দলগূলো হলো ,রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ২, রাজধরপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ৩।আগামী কাল সেমিফাইনাল, ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠীত হবে ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়