রাজবাড়ী সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান –
- Update Time : ১০:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ১৩ Time View
টুটুল/আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, রাসায়নিক সার ও সেচ খরচের চেক প্রদান করা হয়েছে।
রোবাবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের মাঠে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় প্রতিজন কৃষককে ৫ কেজি করে আউশ ধান বীজ, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার ও সেচ সহয়াতা বাবদ ৫০০ টাকার চেক দেওয়া হয়।
এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অতিরিক্ত কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন শেখ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, উপজেলা কৃষি অফিসার মোঃ রকিব উদ্দিন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বাচ্চু, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হোসেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়