যুক্তরাজ্য ও ভারত সফরে যাচ্ছেন রাজবাড়ীর জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার-
- Update Time : ১০:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এক সপ্তাহের জন্য যুক্তরাজ্য ও ভারত সফরে যাচ্ছেন রাজবাড়ীর জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ অধিশাখা হতে গত ২৮ মে পাঠানো পত্রে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব আনজুমান আরা’র স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, আগামী ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত (যাতায়ত সময় ব্যতীত) যুক্তরাজ্য ও ভারতে অনুষ্ঠেয় প্রশিক্ষণ/স্টাডি ট্যুরে অংশগ্রহণকারীদের নিয়ে আজ শনিবার বিকালে জনস্বাস্থ্য প্রকৌশলী প্রকৌশলী অধিদপ্তরে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্বে করেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র ড. জাফর আহমেদ। এতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব (উন্নয়ন) মেজবাহ উদ্দিন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারসহ ২২ জন জেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উপস্থিত ২২ জনই এক সপ্তাহের জন্য যুক্তরাজ্য ও ভারত সফরে যাবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়