কালুখালীতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দারিদ্র পীড়িত এলাকার স্কুল ফিডিং শীর্ষক আলোচনা সভা-

- Update Time : ১০:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
- / ২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শনিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দারিদ্র পীড়িত এলাকার স্কুল ফিডিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস কালুখালী এর আয়োজনে এ উপলক্ষে সকাল ১১ টায় খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) দারিদ্র পীড়িত এলাকার স্কুল ফিডিং কর্মসূচী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাম চন্দ্র দাস। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের মাধ্যমে স্কুল ফিডিং কার্যক্রম চালু হওয়াতে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অপুষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে। যার ফলে তারা ভালোভাবে পড়ালেখা করতে পারছে। বিশেষ করে এ কার্যক্রম চালু হওয়াতে বিদ্যালয়ের শিক্ষার্থী ঝরে পড়া রোধ হচ্ছে এবং শিক্ষার মান উন্নয়ন হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী। রাজবাড়ী জেলা এডিপিও আমিরুল ইসলাম, এসডিএস সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন এছাড়াও সহকারী শিক্ষা অফিসার সেলিনা খাতুন, স্কুল মনিটরিং রতœাসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার পূর্বে উপজেলা অফিসের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়