লোভনীয় অফারে গোয়ালন্দে তামাকের আগ্রাসন –

- Update Time : ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
- / ২২ Time View
আসজাদ হোসেন আজু , রাজবাড়ী বার্তা ডট কম :
বিভিন্ন তামাক কোম্পানীর লোভনীয় অফারের ফাঁদে ফেলে রাজবাড়ীর গোয়ালন্দে ফসলী জমিতে ব্যাপক হারে তামাক চাষের আগ্রাসন ঘটেছে। বেশি লাভের আশায় অনেক কৃষকই ক্ষতিকর জেনেও তামাক চাষ ঝুকেছেন।
একাধিক তামাক চাষীর সাথে কথা বলে জানা যায়, কোম্পানীর কাছ থেকে অগ্রিম টাকা পাওয়া যায়, খরচ কম, বেশি লাভ, উৎপাদিত তামাক কোম্পানীর ক্রয় করবে ও এক সাথে অনেক টাকা পাওয়া যাবে এ রকম নানা প্রলভোনে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারন কৃষকরা তামাক চাষে আগ্রহী হয়ে পড়ছেন। আর বিভিন্ন কোম্পানীর লোভনী অফারে তামাক চাষ করে অনেক কৃষক এখন নানা প্রকার রোগে ভুগছেন। তবুও সাধারন কৃষক স্ত্রী-শিশু সন্তান সাথে নিয়ে প্রতিবছর তামাক চাষ করছেন। আবার অনেকে শারীরিক ক্ষতির কথা চিন্তা করে তামাক চাষ বন্ধ করে দিয়েছেন।
তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, গত বছর উপজেলায় বিছিন্ন ভাবে ২০ হেক্টর জমিতে সাধারন কৃষক তামাক চাষ করেছিলেন। এবার উপজেলা এলাকায় ১০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। তবে ৩/৪ বছর এর মধ্যে উপজেলায় তামাক চাষে শূন্য কোঠায় চলে আসবে।
তামাক চাষী আবজাল হোসেন জানান, কোম্পানীগুলোর অফারে এবার ২বিঘা জমিতে তামাক চাষ করেছি। তামাক চাষ করতে প্রতি বিঘা জমিতে প্রায় ২০হাজার টাকা ব্যায় হয়েছে। আর সারাদিন স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাক খেতে কাজ করতে হচ্ছে। তবে তামাক ভাল হয়নি। যে কারণে লোকসানের আশঙ্কা করছেন তিনি। তামাক চাষ করলে শারীরিক অনেক ক্ষতি হয় এবং জমির উর্ব্বরতা কমে যায় এমন প্রশ্ন করলে তিনি জানান, সে তো আমরা জানি না। কোম্পানী গুলো এসে আমাদের বুঝিয়ে তামাক চাষ করতে বললো। দাদন হিসেবে আমাদের কিছু টাকাও দিল। তবে এখন আর কোন খোঁজ নিচ্ছেন না।
তামাক চাষী মোঃ মোয়াজ্জেম সরদার জানান, আমরা গরীব মানুষ। আমাদের লোভ দেখানোর কারণে তামাক চাষ করেছি। কিন্তু তামাক নেওয়ার সময় কোম্পানীগুলো অনেক সমস্যা করে। আর এই তামাক চাষ করার কারণে আমার মাথা ঘুরায়। তারপরও আমরা করি। একটু বেশি লাভের আশায় ক্ষতি জেনেও চাষ করি। কারণ এক সাথে অনেকগুলো টাকা পাওয়া যায়।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল জানান, এই উপজেলায় বিছিন্ন ভাবে কিছু তামাক চাষ হচ্ছে। তবে আমরা কৃষি বিভাগ থেকে সেই সকল কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তামাক আবাদ না করে। কারণ তামাক আবাদ করলে জমি উর্ব্বরতা কমে যায়। যে কারণে তামাকের পরিবর্তে নানা প্রকার সজবি চাষ করার আগ্রহী করতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের মাঝে তামাক চাষ না করার জন্য পরামর্শ দেওয়ার কারণে এবার মাত্র ১০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়