কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করলেন এমপি জিল্লুল হাকিম-
- Update Time : ১০:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
- / ২১ Time View
মাসুদ রেজা শিশির/ ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ শুক্রবার রাজবাড়ী জেলাধীন কালুখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাগজানা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ২০১৮ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এর আগে সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩ কিলোমিটার ব্যাপী বিশাল একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে।
র্যালীটি খাগজানা বাজার হয়ে হাইওয়ে রোড ও বাংলাদেশ হাট বাসষ্ট্যান্ড মোড় পদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে সমবেত হয়। মুহুর মুহুর করতালির মধ্য দিয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেত সকলের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় পতাকা উত্তোলনে অনুষ্ঠানের সভাপতি পদ্মা অয়েল কোম্পানীর মহাব্যবস্থাপক (অব.) চট্টগ্রাম নরেশ চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব বাবু রাম চন্দ্র দাস, অতিরিক্ত ডিআইজি ও পরিচালক র্যাব-৬ খুলনা খোন্দকার রফিকুল ইসলাম, অতিথি কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়ের আহমেদ, পাংশা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সুবর্ণ জয়ন্তী উদযাপণ কমিটির সভাপতি বাবু বিকাশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকসেদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শিবনাথ সরকার, অতিথি হিসেবে সহকারী অধ্যাপক জামিল ফোরকান সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়