রাজবাড়ী প্রথম বারের মত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
- / ২২ Time View
ইমরান/টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী প্রথম বারের মত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আয়োজনে লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্বিরাত সম্মেলনে ক্বিরাত পরিবেশন করবেন মিশরের আল আজহার বিশ্ব বিদ্যালয় থেকে উস্তাদুল কুররা শাইুখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, ভারতের আসাম থেকে আগত ক্বারী একে মনজুর রহমান আহমাদ, ভারতের ক্বারী মানজুর আহমাদ, হাফেজ তরিকুল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ মেহমান হিসেবে ক্বিরাত পরিবেশন করবেন ঢাকার ইঞ্জিনিয়ার ক্বারী খালেদ বিন ইউৃসুফ,তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল একাডেমির ঢাকা প্রিন্সিপাল ক্বারী মাওলানা আবুল বাশার হেলালী,মাহাদুল ক্বিরাত বাংলাদেশ শিক্ষা সচিব ক্বারী মাওলানা খালেদ সাইফুল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে আন্তর্জাতীক ক্বিরাত সম্মেলনে ক্বিরাত পরিবেশন করবেন, ক্বারী মাসুদ বিন মোস্তফা,ক্বারী দেলোয়ার হোসাইন,ক্বারী আমান মুহাম্মাদ তাহমিদ বিন মাহমুদ , ক্বারী আসিক মোস্তাভী,ক্বারী আবু জর গিফারী,ক্বারী রাকোয়েত ইসলাপম,ক্বারী হানযালা তাওহীদ, ক্বারী সামসুল আলম মারুফ।
ক্বিরাত সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক রাজবাড়ী কন্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কম ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়