রোটারী’র ডেপুটি গভর্ণর নির্বাচিত হলেন রাজবাড়ী কণ্ঠের সম্পাদক জহুরুল হক –
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2023/08/icon.png)
- Update Time : ০৮:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার প্রাক্তন সভাপতি রোটারীয়ান অ্যাডভোকেট খান মো: জহুরুল হক ২০১৮-১৯ রোটারী বর্ষের জন্য রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট – ৩২৮১ বাংলাদেশ এর ডেপুটি গভর্ণর নির্বাচিত হয়েছেন। রোটারীর আগামী বর্ষের জেলা গভর্ণর রোটারীয়ান এএফএম আলমগীর ২০১৮- ১৯ বর্ষের জন্য এ মনোনয়ন দিয়েছেন। অ্যাডভোকেট খান মো: জহুরুল হক গত বৃহস্পতিবার পত্রটি হাতে পেয়েছে বলে জানাগেছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট জহুরুল হক ২০০৮-০৯ বর্ষে রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩-১৪ বর্ষে ক্লাবের সভাপতি নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সময়ে রোটারী জেলা (কেন্দ্রীয়) পাবলিক রিলেশন কমিটির সদস্য, এরিয়া কোঅর্ডিনেটর, জোন কমিটি চেয়ার : পাবলিক ইমেজ সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
রোটারীয়ান জহুরুল হক ১৯৯১-১৯৯২ রোটাবর্ষে ” সেবার মাধ্যমে বন্ধুত্ব” এই মূল মন্ত্রে দিক্ষীত হয়ে রোটারাক্ট ক্লাব অব রজবাড়ীর মাধ্যমে রোটারী আন্দোলনে যোগদান করেন। পরবর্তীতে তিনি দু মেয়াদে সভাপতি নির্বাচিত হন। রোটারাক্টর হিসেবেও তিনি জেলা (কেন্দ্রীয়) কমিটিতে বরিশাল অঞ্চল ( জোন কুমার) এর জোনাল রিপ্রেজেন্টেটিভ/ জেড আর হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি রোটারীর অসংখ্য সভা, সেমিনার ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
রোটারীয়ান জহুরুল হক রাজবাড়ীর একজন আইনজীবী এবং সদ্য সমাপ্ত রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে রাজবাড়ী প্রেসক্লাবে টানা ৩ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টানা ৩ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজবাড়ী থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী জেলা রেডক্রিসেন্ট ইউনিট, জেলা শিল্পকলা একাডেমী, রাজবাড়ী টাউন হল, রাজবাড়ী পাবলিক লাইব্রেরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের আজীবন সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়