বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম পেলেন লিডারশীপ অ্যাওয়ার্ড –

- Update Time : ০৬:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের কর্মক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়েছে। মোট ছয়টি ক্যাটাগরিতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগমসহ ২০ জন নারী পুলিশ সদস্য এ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
অ্যাওয়ার্ড পাওয়ার পর আজ শুক্রবার সন্ধ্যায় এক প্রতিক্রয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম বলেন, তিনি রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম সেবা ও সাবেক পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-এর কাছে কৃতজ্ঞ। এই দুই পুলিশ সুপারের সহযোগিতার কারণেই এই অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ডিআইজি মিলি বিশ্বাস পিপিএম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
ছয়টি ক্যাটাগরির মধ্যে Lifetime Achievement Award পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (লজিস্টিকস) মিলি বিশ্বাস পিপিএম, Bangladesh Police Women Leadership Award পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সহেলী ফেরদৌস, সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী পিপিএম ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, Medal of Courage পেয়েছেন কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সার্কেল অফিসের অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা ও বাগেরহাট জেলার গোয়েন্দা শাখার কনস্টেবল মমতাজ খাতুন,Community Service অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শাহানাজ পারভীন পিপিএম (সেবা), বরগুনা জেলার এসআই (নিরস্ত্র) সামসুর নাহার আক্তার, শরীয়তপুর জেলার পালং মডেল থানার এসআই (নিরস্ত্র) রানু আক্তার ও চাঁপাইনবাগঞ্জ জেলার নারী ও শিশু সহায়তা ডেস্কের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোছাঃ ইছমাতারা, Peacekeeping Mission অ্যাওয়ার্ড পেয়েছেন ডিএমপি, ঢাকার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ফাতিহা ইয়াসমিন ও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামিমা ইয়াছমিন, Excellence in Service অ্যাওয়ার্ড পেয়েছেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ শামিমা আক্তার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং-২) মৌসুমী মন্ডল, ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুন নাহার, স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট শাখার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম ও সংযুক্ত ১১ এপিবিএন এর কনস্টেবল সোনিয়া আক্তার।
অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস হাবিবা হোসেন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দ, নারী পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়