গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত ২ –
- Update Time : ০৬:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
- / ১২ Time View
আজু সিকদার/শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে মাহেন্দ্র উল্টে চান্দুল্লাহ শেখ (৭০) নামের এক যাত্রী মারা গেছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাপ মন্ডল পাড়ার বাসিন্দা। দ্রুতগামী মাহেন্দ্রটি ইট বোঝাই একটি ঘোড়ার গাড়ীকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সহযাত্রীরা জানান, বৃদ্ধ চান্দুল্লাহ রাজবাড়ী হতে একটি বিশেষ কাজ শেষ করে মাহেন্দ্র যোগে দৌলতদিয়া ফিরছিলেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এসে দ্রুত গতির সাথে মাহেন্দ্রের চালক ইট বোঝাই একটি ঘোড়ার গাড়ীকে অতিক্রম করতে যায়। এ সময় ঘোড়ার গাড়ীর সাথে ধাক্কা লেগে মাহেন্দ্রটি উল্টে যায়। এতে চালকের পাশে বসে থাকা চান্দুল্লাহ শেখ মাহেন্দ্রের নীচে পড়ে ও ইটের চাপায় গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় মাহেন্দ্রের অপর যাত্রী আলম শেখ (৩৮) ও নির্জলা (১২) নামের অপর দুই যাত্রী আহত হন। আলম শেখকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া ফেলু শেখের ছেলে। শিশু নির্জলা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের নিরঞ্জন রবিদাসের মেয়ে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. নুরুল ইসলাম জানান, বৃদ্ধ চান্দুল্লাহকে হাসপাতালে আনার আগেই মারা যান। আহত আলম শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও শিশু নির্জলাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়