রাজবাড়ীর বসন্তপুরের ৩৭৫ পরিবার পেলে নতুন বিদ্যুৎ সংযোগ –

- Update Time : ১০:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
- / ১৭ Time View
রুবেলুর, ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজরাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে ৬ গ্রামের প্রায় ৩৭৫টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুৎতের নতুন সংযোগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উদয়পুর বালিকা আইডিয়াল একাডেমী প্রাঙ্গনে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। বিদ্যুতায়িত গ্রাম গুলো হলো, বসন্তপুর ইউনিয়নের কোলা, উদয়পুর, মহারাজপুর, রঘুনাথপুর, ধুলদী ও লক্ষীপুর।
এতে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মোঃ কামরুল ইসলাম গোলদার , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল ইসলাম, বসস্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান গাজী, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মিয়া প্রমূখ।
প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেন, দেশে বর্তমানে যে বিদ্যুৎ কেন্দ্র নির্মান হচ্ছে, সে গুলো নির্মানের কাজ শেষ হলে আর বিদ্যুৎতের সমস্যা থাকবে না। রাজবাড়ীতে ইতিমধ্যে পিডিবির ৫০ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেবার ট্রেন্ডার হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে।
প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেন, দেশে বর্তমানে যে বিদ্যুৎ কেন্দ্র নির্মান হচ্ছে, সে গুলো নির্মানের কাজ শেষ হলে আর বিদ্যুৎতের সমস্যা থাকবে না। রাজবাড়ীতে ইতিমধ্যে পিডিবির ৫০ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেবার ট্রেন্ডার হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনের আগে রাজবাড়ীর যে সকল রাস্তা ঘাট ভাঙ্গা চোরা আছে সেগুলো সংস্কার করা হবে। আপনাদের ইউনিয়ন থেকে নৌকায় সর্বচ্চো ভোট দিয়ে বিজয়ী করলে রাজবাড়ীর নতুন উপজেলা হিসাবে ঘোষনা দিতে পারি। দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। তাহলে উন্নয়নে আরো এগিয়ে যাবো আমরা।
তিনি আরো বলেন, প্রতিটি স্কুল ও মাদরাসায় শিক্ষার মান উন্নয়নে একটি করে কারিগরি শিক্ষার ট্রেড চালু করা হবে। দেশকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। অব কাঠামোগত উন্নয়নে স্কুলটিতে অতি দ্রুত একটি ভবন হবে এবং এমপিও ভুক্ত করা হবে। উন্নয়নে ২১ সালের মধ্যে আমরা মধ্যেম আয়ের দেশে পরিনত হবো। এ জন্য চাই আপনাদের সবার সতযোগিতা। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনলে অসমাপ্ত সব কাজ সমাপ্ত করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়