জেলা পর্যায়ে এসবিসি মেলা উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা –

- Update Time : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা পর্যায়ে এসবিসি পরিবার পরিকল্পনা-১ ও ২ এপ্রিল মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনার আয়োজেনে জেলা প্রশাসকের সম্বেমলন কক্ষে এ মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গোলাম মোঃ আজম, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক।
সভায়, পরিবার পরিকল্পনা পদ্ধতি সঠিক ভাবে গ্রহন করে দেশের জনসংখ্যার হার বৃদ্ধি রোধ করতে সকলের প্রতি আহব্বান জানানো হয়। বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারন মানুষ যাতে সুষ্ঠুভাবে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যাবহার করতে পারে ও জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহন করতে পারে সেদিকে পরিবার পরিকল্পনার সাথে জারা নিয়োজিত তাদের পরামর্শ দিতে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
সভায় বাল্য বিয়ে রোধে নোটারি পাবলিক আইনজীবিদের অ-প্রাপ্ত বয়স্ক মেয়েদের বয়স বাড়িয়ে তাদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে অনুরোধ জানানো হয় সেই সাথে যদি তারা বয়স বাড়ানোর কাজটি অব্যাহত রাখে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে বলে বক্তারা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়