রাজবাড়ীতে ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী –

- Update Time : ১০:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ৩২০০ মেগা ওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হতো, আর আমাদের সরকার এখন ১৬ হাজার মেগা ওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করছে। এ সরকার প্রায় এক কোটি গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। তবে এ সাব স্টেশনটি সম্পন্ন হলে রাজবাড়ী বাসীর লোড শেডিং এবং ভোগান্তি থেকে বাঁচবে। এছাড়া কলকারখানা ও কৃষির উন্নয়ন বৃদ্ধি পাবে।
মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরবাগমারা এলাকায় পিজিসিবি লিঃ এর রাজবাড়ী ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, আজ রাজবাড়ীতে পাওয়ার সাব গ্রীড উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনে মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবার প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে চলেছে এবং এ সাব স্টেশনটি সম্পূর্ণ হলে রাজবাড়ী বাসীকে আর বিদ্যুৎতের জন্য ফরিদপুর বা কুষ্টিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে না।
তিনি আরো বলেন, রাজবাড়ী বাসীর দীর্ঘ দিনের দাবী ছিল রাজবাড়ীতে একটি সাব স্টেশন হবে সে দাবী আজ পুরন হচ্ছে। এতে রাজবাড়ী ফরিদপুরের মধ্যে বিদ্যুৎতের বৈষম্য দুর হবে। এ সাব স্টেশনটি রাজবাড়ীর জন্য অত্যান্ত অপরিহার্য ছিল। সাব স্টেশনটি তৈরিতে ঠিকাদারী প্রতিষ্ঠান দুই বছর সময় পেলেও তিনি মনে করেন এক বছরের মধ্যে এ কাজ সমাপ্ত হবে।
পড়ে শিক্ষা প্রতিমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা পিজিসিবি লিঃ এর রাজবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন এবং উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, পিসিজিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী, ডিপিসিডি নির্বাহী পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ, পিবিসিজি তত্বাবধায়ক প্রকৌশলী প্রকল্প পরিচালক একেএম মাউন মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম সেবা প্রমূখ।
পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিডেট সাব স্টেশনটি স্থাপনের কাজ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়