রাজবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান –

- Update Time : ১০:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
- / ১৬ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ মঙ্গলবার সন্ধায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠন সমুহের উদ্যোগে শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীকে সংবর্ধনা দেওয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
তিনি বলেন, ২২ টি সংগঠনকে দশ হাজার টাকা করে দুই লক্ষ বিশ হাজার টাকা প্রদান করবো। এবং ৬ মাসের মধ্যে একটা অডিটোরিয়ামের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিণী রেবেকা সুলতানা, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, শিক্ষাপ্রতিমন্ত্রীর বোন ডা. নইমা কাজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ।
আরো বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খাঁন, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারন সম্পাদকে আজিজুল হোসেন খোকা, দাদাভাই রোকনুজ্জামান খাঁন কচি কাঁচার মেলার সভাপতি নুরুল আলম, আবোল-তাবোল সংগঠনের সভাপতি এ্যাড. দেবাহুতি চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত ব্যাক্তিগত সহকারী ও একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি।
সর্বমোট ২২ টি সংগঠনের উদ্দ্যেগে এ সংবর্ধণা দেওয়া হয়। সংবর্ধনা ও বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা শিল্পকলার সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চ্যানেল আইয়ের উপস্থাপক দিলরুবা সাথী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়