রাজবাড়ীতে সনাকের মানববন্ধন কর্মসূচী পালন –

- Update Time : ১০:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“কার্যকর জলবায়ু অভিযোজনে পানি খাতে শুদ্ধাচার”- এর দাবি জানিয়েছে টিআইবি’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখা।
আজ মঙ্গলবার বিকালে জেলা শহরের রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এক মানববন্ধনে সনাক নেতৃবৃন্দ এ দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়েস সদস্য দেবব্রত কুমার বিশ^াস, স্বজন সদস্য আজিজুল হাসান খোকা, ব্র্যাক এর জেলা প্রতিনিধি নেছার উদ্দিন, রাজবাড়ী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: লুৎফর রহমান লাবু প্রমুখ। বিশ^ পানি দিবস ২০১৮ এর টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য লুৎফুননেছা। বক্তারা রাজবাড়ীতে পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করণের লক্ষে জলাশয় ,খাল, নদী নালা রক্ষা বর্জমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। তারা বলেন, দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় উদ্ধার করতে হবে এবং রাজবাড়ী শহরে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ পানি আইন ২০১৩ এর দ্রুত বাস্তবায়নের দাবীসহ টিআইবি’র ৯দফা দাবী উত্থাপন করেন সনাক, রাজবাড়ীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। বিশ^ পানি দিবস ২০১৮ উপলক্ষে টিআইব’র ০৯টি দাবি হলো: পানিসম্পদ খাতের সংশ্লিষ্ট আইন পরিমার্জন করে অভিযোগ নিরসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে তৃতীয় পক্ষের স্বাধীন তদারকির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে; পানিসম্পদ খাতে প্রকল্প প্রণয়নে স্থানিক জ্ঞান ও বিপদাপন্ন জনগোষ্ঠীর প্রয়োজন প্রাধান্য দিতে হবে এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান বিজ্ঞান, লোকায়িত অভিজ্ঞতা, ইতিবাচক চর্চার (এড়ড়ফ চৎধপঃরপব) ওপর প্রাধান্য দিতে হবে; পানিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বিপদাপন্নতা যথাযথভাবে যাচাই করে শুধুমাত্র তার ভিত্তিতে, রাজনৈতিক বা অন্য সব প্রভাবমুক্ত হয়ে প্রকল্প অনুমোদন প্রদান করতে হবে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন বিষয়ক সকল সিদ্ধান্তে স্বার্থের দ্বন্দ্বের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দূর করতে হবে; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে প্রকল্প প্রস্তাবনা, নিরীক্ষা, পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদন এবং প্রকল্প এলাকায় দরপত্র, প্রকল্প নকশা, বাস্তবায়নকৃত এলাকা, বাজেট ইত্যাদি প্রকাশ করতে হবে এবং পাশাপাশি তথ্যবোর্ড ও নাগরিক সনদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে স্থানীয়ভাবে তথ্য উন্মুক্ত করতে হবে; প্রতিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে চাহিদাভিত্তিক তথ্য প্রদান ব্যবস্থা কার্যকর করতে হবে ; সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে একটি কার্যকর অভিযোগ নিরসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে; পানিসম্পদ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরসনে কার্যকর জবাবদিহিতা পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে এবং তথ্যদাতার সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে;পিআইসি ভিত্তিক প্রকল্প ব্যবস্থাপনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট আইন/নীতিমালা পরিমার্জন করতে হবে; জনঅংশগ্রহণের সংশ্লিষ্ট বিদ্যমান নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং প্রকল্প তদারকিতে স্থানীয় জনঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় জনসাধারণকে বাস্তবায়নের কাজে সম্পৃক্ত করার মাধ্যমে প্রকল্পে মালিকানাবোধ ও টেকসই অভিযোজন (অফধঢ়ঃধঃরড়হ) নিশ্চিত করতে হবে; মানবন্ধনে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়