পা নেই তবুও ওরা একদিনের ফুটবল খেলোয়াড় –

- Update Time : ০৯:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
- / ২০ Time View
আসজাদ হোসেন আজু, রাজবাড়ী বার্তা ডট কম :
নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই। বসে বসে অনেকটা গড়িয়ে গড়িয়ে চলা ফেরা করেন। তারপর একটি গোল করেই ফেললেন রতন। তখন চারপাশে শুধু হাততালি। দর্শকদের মুহুমুহু হাততালিতে উজ্জিবিত রতন। ধারভাষ্যকারও কিছুক্ষন পর পর মাইকে উচ্চারন করছেন রতনের নাম। দর্শক উত্তেজনায় উজ্জীবিত রতন, সাথে অন্য প্রতিবন্ধী খেলোয়াররাও চরম উজ্জীবিত।
সোমবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে উপজেলা প্রশাসন আয়োজন করে প্রতিবন্ধীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় জনপ্রিয় দলের নামে নামকরণ করা হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। এই খেলায় রেফারী ও তার সহযোগীরাও প্রতিবন্ধী। ফুটবলের সকল নিয়ম-কানুন রহিত করে শরীরের যে কোন অঙ্গ দিয়ে বল খেলেছে খেলোয়াড়রা। নেই কোন হ্যান্ডবল বা অফসাইট। এক ঘন্টার খেলায় অংশগ্রহনকারীরা যেমন আনন্দ উপভোগ করেছেন তেমনি উপস্থিত দর্শকবৃন্দও উপভোগ করেছেন সীমাহীন আনন্দ। খেলার ফলাফলে ১-১ গোলে ড্র হয়। দর্শকদের মাঝে প্রচুর আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক থাকায় খেলাটি হয়ে ওঠে উত্তেজনায় ভরপুর।
খেলা শেষে অংশগ্রহনকারী সকল খেলোয়ারের হাতে পুরষ্কার তুলে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) শেখ আবদুল্লাহ সাদীদ, উপজেলা সমাজ সেবা অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়