রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত –
- Update Time : ০৯:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সোমবার রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার ভোরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর ও মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৮ টায় রাজবাড়ী জেলা শহরের শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালা শুরু হয়। এতে পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার-গার্লস গাইড ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সম্মিলিত মার্চপাস্ট, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। ওই সব অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসকমোঃ শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়