রাজবাড়ীর এসপি’র উদ্যোগে সেবা পেল তিন শতাধিক রোগী –

- Update Time : ০৯:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর উদ্যোগে আজ সোমবার দিন ব্যাপী ফ্রি ইএনটি (নাক,কান,গলা রোগীদের) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া ওই ক্যাম্পে বিকাল ৪টা পর্যন্ত তিন শতাধিক রোগীর সেবা প্রদান করা হয়।
সকালে রাজবাড়ীর পুলিশ লাইন্সের ড্রিলসেডে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ওই ক্যাম্পের উদ্বোধন করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
পরে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সিভিল সার্জন ডাঃ রহিম বক্স। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিমসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা।
এই ক্যাম্পে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক,কান,গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনি লাশ আইচ লিটু-এর নেতৃত্বে দশ সদস্যের এক দল চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়