রাজবাড়ী জেলা বিএনপি’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত –
- Update Time : ০৮:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা বিএনপি’র উদ্যোগে আজ সোমবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা কার্যালয়ে জাতীয়, দলীয় ও সহযোগী সংগঠন সমূহের পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর নেতৃত্বে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, এ্যাডঃ আসাদুজ্জামান লাল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভিপি গাজী হাবিব, যুগ্ন-সম্পাদক এ মজিদ বিশ^াস, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক চৌধুরী এহসানুল করিম হিটু, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কেএ সবুর শাহীনসহ জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সে সময় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়