রাজবাড়ীর বরাটে হওয়া নুছি’র মেলায় গ্রাম্য ঐতিহ্য –
- Update Time : ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
- / ২৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
অন্যরকম আয়োজন। সবখানেই ছিল গ্রামীণ ঐতিহ্য। দেখামিলেছে মাটি, বেত কিম্বা বাঁশ দিয়ে তৈরী আসবাব। ছিল কদমা, জিলাপি, বাতাসা, মুড়ি, আকড়াও খাবারও। রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের পাচুড়িয়া স্টেশন সংলগ্ন মাঠে রবিবার একদিনের মেলায় ফুঁটে উঠে একখন্ড বাঙ্গালিয়ানা। রাজবাড়ী’র পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ’নুছি’র নামানুসারে অনুষ্ঠিত হয় একদিনের গ্রামীণ মেলা, এবার ছিল সেই মেলার ১৫৩ তম আয়োজন।
বাগচি পরিবারের আয়োজনে প্রতিবছরই এই মেলায় থাকে নানাধর্মী আয়োজন। মূল উদ্দেশ্য গ্রামীণ ঐতিহ্য সমুন্নতরাখা। ব্যাপক জনপ্রিয় এই মেলায় সকাল থেকেই ছিল মানুষের ব্যাপক পদচারণা। রাজবাড়ীর বিভিন্ন অঞ্চল থেকে অর্ধলক্ষাধিক মানুষ মেলায় অংশ নেন। দর্শনার্থীরা জানান, প্রতিবছরই তারা এইমেলার জন্য অপেক্ষা করেন। এক জায়গায় গ্রামীণ নানা পণ্য পাওয়া যায় বলে সবারই আগ্রহ। মেলা ঘুরে দেখাযায়, দেশের বিভিন্ন এলাকাথেকে ব্যবসায়ীরা নানান ধরণের হাতে তৈরী পণ্য নিয়ে আসেন। অনেকেই শুধুমাত্রমেলায় বিক্রির জন্যই সারাবছর পণ্য তৈরী করে থাকেন। ব্যবসায়ীরা জানান,যেহেতু গ্রামীণ নানান আসবাব ও খাদ্য পণ্যের চাহিদা রয়েছে তাই এসব বিবেচনা করেই উতপাদন করা হয়।
মেলা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার বাগচী জানান, দেড়শ বছর ধরে ব্যাপক জনপ্রিয় এইমেলার আয়োজন হয়ে থাকে। যেখানে সম্পূর্ণ গ্রামীণ পণ্য পাওয়া যায়। রাজবাড়ীরভেতর নিয়ে বয়ে চলা নুছি নদীর শাখা নদীর নামানুসারে এইমেলার আয়োজন করা হয়ে থাকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়