কালুখালীর তোফাদিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন –
- Update Time : ০৯:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
- / ১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে তোফাদিয়া যুব সমাজের আয়োজনে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪মার্চ বিকেলে এ উপলক্ষ্যে ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল। তিনি তার বক্তব্যে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের জন্য আওয়ামীলীগ সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সক্রীয়ভাবে কাজ করে দলকে বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। মোঃ ময়েন উদ্দীন উপস্থাপণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান খান অন্যান্যের মধ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, ক্রীড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, খোরশেদ আলম মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান লাবু, সোহেল আলী মোল্লা, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ সরদার সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান শিল্পী জাকারিয়া সুলতানা কর্ণিয়া ও বাবুল হোসেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়