গোয়ালন্দে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত –

- Update Time : ০৯:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
- / ২৫ Time View
আজু সিকদার/শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা, লাঠি খেলা, মহিলাদের বালিশ খেলা এবং পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালী। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় শুক্রবার বিকেলে এ আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
দেবগ্রাম ইউনিয়নের আতর আলী সরদার হাট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানগুলো চরাঞ্চলসহ ইউনিয়নের বিভিন্ন অঞ্চল হতে অসংখ্য মানুষ উপভোগ করেন। দেবগ্রামের ইউপি চেয়ারম্যান আতর আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী আবু নাসার উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দেবগ্রাম কাজী মনাক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমূখ। আয়োজনের প্রধান আকর্ষন ছিল ইউপি সদস্য বনাম গণ্যমান্য দলের মধ্যকার হা-ডু-ডু খেলা। এতে সেরা খেলোয়ার নির্বাচিত হন ইউপি সদস্য মো. গিয়াসউদ্দিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়