সাংবাদিক সিরাজুল আলম ভুইয়ার মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাবে শোকসভা ও মিলাদ অনুষ্ঠিত-

- Update Time : ০৯:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
- / ২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক ও জেলা শহরের গড়ে ওঠা প্রথম “বলাকা স্টুডিও”-এর মালিক সিরাজুল আলম ভুইয়ার মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবে ওই শোকসভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভায়। সভায় জেলা তথ্য অফিসার মুক্তার আলী মল্লিক, জেলা জাতীয় পার্টির সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ^াস প্রমুখ। সভা পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন। পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব সংলগ্ন মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস এবং দোয়া মোনাজাত পরিচালনা ভাজনচালা মাদ্রাসার মোহতামিম ইলিয়াস আলী। পরে সিরাজুল আলম ভুইয়ার স্ত্রীর হাতে অনুদানের টাকার চেক তুলে দেয়া দেন প্রেসক্লাবের সদস্যরা।
উল্লেখ্য, সিরাজুল আলম ভুইয়ার (৭০) গত ২৮ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। পর দিন দুপুরে সিরাজুল আলম ভুইয়ার নিজ বাড়ী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ প্রঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে লাশ রাজবাড়ী প্রেসক্লাবে আনা হয়। সেখানে রাজবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সংবাদকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং দোয়া-মোনাজাত করা হয়। লাশ রাজবাড়ীর পৌরসভার ভবানীপুর গোরস্থানে দাফন করা হয়। সিরাজুল আলম ভুইয়া ৮০ দশকে সাপ্তাহিক কৃষাণ পত্রিকার কাজ শুরু করেন। পরবর্তীতে দৈনিক আজাদ, দৈনিক মিল্লাত, দৈনিক জনতা, দৈনিক গণজাগরণ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তার প্রতিষ্ঠিত বলাকা স্টুডিও ছিলো জেলার প্রথম স্টুডিও। এই স্টুডিও থেকে রাজবাড়ী প্রেসক্লাবের যাত্রা শুরু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়